মোঃ সাইফুল ইসলাম,ধামরাই (ঢাকা) থেকে:-
ঢাকার ধামরাইয়ে ১০ মিনিটের পার্থক্যে আসাদ এগ্রোফার্মের ১৬ টি গরুর মধ্যে থেকে ১১ গরুর রহস্যজনক মৃত্যু হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
সোমবার ( ২১ আগস্ট ) সকাল সাড়ে ৭ টায় ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিকে ১১ গরুর এমন রহস্যজনক মৃত্যুতে এলাকার গরুমালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
খামারের পরিচর্যাকারী সাদ্দাম হোসেন জানান, সকাল ৭:৩০ টায় গরুগুলোকে খাবার খেতে দেয়। তার কিছুক্ষণ পর এসে দেখি খামারের ১১ গরু মারা গেছে।
খামার মালিক আসাদুজ্জামান বলেন, রাতেও গরু ভালো ছিল হঠাৎ করে ১১টি গরুর মৃত্যু এটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে , খামারের সিসি ক্যামেরা দেখেছি এবং ধামরাই উপজেলা প্রানী অধিদপ্তর থেকে লোক আসছিল তারা গরুর খাবার ও মাংসের সেম্পুল নিয়ে গেছে।
বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান বলেন ,আমি জানতে পারলাম ১১টি গরুর মৃত্যু হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক, উপজেলা প্রানী অধিদপ্তর থেকে লোক আসছিল তারা বিষয়টি নিশ্চিত করে জানাবেন আসলে কি হয়েছে। আর এ ঘটনার পর ওই গ্রামের খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মুমিন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ফুড পয়জনের কারণে হয়েছে। তবে কারণ জানতে খাবার ও মৃত গরুগুলোর মাংস পরিক্ষা – নিরিক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হবে।