মুহাম্মদ শামসুল হক বাবু
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নে আজ অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সিটিসি মিটিং এর আয়োজন করা হয়।
সিটিসি মিটিং এ সভাপতিত্ব করেন হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি জনাব আনোয়ার হোসেন আয়নাল, তিনি বলেন মানব পাচার প্রতিরোধে সিটিসির যেমন ভূমিকা রয়েছে তার চেয়েও বেশি ভূমিকা রয়েছে ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের, তারা যদি তাদের নিজ ওয়ার্ড এবং গ্রাম গুলোতে বেশি করে সচেতনতা তৈরি করতে পারে তাহলে মানব পাচার রোধ করা সম্ভব বলে তিনি জানান।
এলাকা থেকে যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে সচেতন করতে হবে। নিরাপদ অভিবাসনের যে সকল ডকুমেন্টস ও কাগজপত্র প্রয়োজন সেই বিষয়ে তাদেরকে ধারণা দিতে হবে। বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই ভিসা যাচাই করে নিতে হবে। এইসব বিষয়ে এলাকায় সচেতন করার জন্য সভাপতি গুরুত্ব আরোপ করেন।সিটিসি কমিটির অন্যান্য সদস্যরা মানব পাচার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই বলে মতামত প্রকাশ করেন। ইউনিয়ন পরিষদের সচিব বলেন, এলাকায় কে বিদেশ যাচ্ছে, যারা প্রতারিত হচ্ছে তাদের তালিকা তৈরি করে আপডেট করতে হবে।এখানে মানব পাচারের শিকার কোন ভুক্তভোগী পাওয়া গেলে তাকে সবাই মিলে সহযোগিতা করতে হবে বলে তিনি জানান।
এলাকায় যদি কোন পাচারকারীর তথ্য পাওয়া যায় সেই বিষয়ে সিটিসি কমিটির সভাপতির সাথে আলোচনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা পরামর্শ প্রদান করেন। মিটিং এ উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের সদস্য, বিদেশ ফেরত ও প্রতারিত ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ি, ইমাম, সমাজসেবক,এনজিও প্রতিনিধিসহ মোট ২৭ জন।