আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে বিভিন্ন কর্মসূচির মাধ্য দিয়ে মে দিবস পালিত

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)
সাভারে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস।
সোমবার (০১ মে) সকাল থেকে সাভার উপজেলা এলাকার  সড়ক ও মহাসড়কে বিভিন্ন শ্রমিক সংঙ্গঠন র‌্যালি সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।
আশুলিয়া থানার বাইপাইল মোড় থেকে সকালে একটি র‌্যালি বের করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন। এসময় র‌্যালিটি বিভিন্ন স্থান ঘুরে জামগড়া এলাকায় গিয়ে শেষ হয়। এছাড়াও মহান মে দিবস উপলক্ষে সকালে সাভারের রানা প্লাজার সামনে সমাবেশ মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস এবং শিল্প শ্রমিক ফেডারেশন। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন  নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আশুলিয়া প্রেসক্লাবের সামনে সমাবেশ ও র‌্যালির আয়োজন করে।
এসব সমাবেশ থেকে নেতা-কর্মীরা শ্রমিকদের ওপর নানা নির্যাতন বন্ধ ও তাদের অধিকার আদায়ের জোর দাবি জানায়। নেতারা বক্তব্যে বলেন, ২০২০ সালের মার্চের পরে প্রায় ৮ লক্ষ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। যাদের পাওনা টাকা দেওয়া হয় নাই। সেই সময় বিভিন্ন কারখানায় লে-আউটের নাম করে শ্রমিক ছাঁটাই করা হয়েছিল। যা শ্রমিকদের উপর প্রহসন ছাড়া কিছুই না।
বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী বলেন, ১৮৮৬ সালের মতো বর্বরতা আবার শুরু হয়েছে।
যে জায়গায় ১৮৮৬ সালে কথা ছিল আট ঘণ্টা শ্রম, আট ঘণ্টা তার রেট। কিন্তু আজও দেখছি রাতের আঁধারে শ্রমিকদের অন্যায়ভাবে কাজ করানো হচ্ছে।
শ্রমিক নেতারা বাংলাদেশের মাটিতে রানা প্লাজার মতো দুর্ঘটনা আর যেন না ঘটে ও শ্রমিকবান্ধব সমাজ ব্যবস্থা তৈরির আহ্বান জানান।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap