আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে মার্চ উপলক্ষে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা : ঢাকা জেলা এস,পি

বিশেষ প্রতিনিধি সাভার ( ঢাকা)

সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ২৬ শে মার্চকে ঘিরে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে এসে একথা জানান ঢাকা জেলা এস পি মোঃ আসাদুজ্জামান পিপি,এম,বার।

বৃহস্পতিবার ২৩ শে মার্চ দুপুরে ২টার দিকে জাতীয় স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পি,পি,এম,বার।
এসময় তিনি বলেন, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় সকল ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছ। নিরাপত্তার খাতিরে বহিরাগতদের ভিতরে ঢুকা এখন থেকে ২৬ শে মার্চ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তা বেষ্টিত এরিয়ায় কারা কারা অবস্থান করছেন সেটা প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করার ব্যবস্থা করা হয়েছে। সিভিল পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করবেন। ট্রাফিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে স্পেশাল ব্যবস্থা, যেন ঐদিন ট্রাফিক ব্যবস্থাপনায় কোন প্রকার অসঙ্গতি না থাকে সে ব্যাপারে দেয়া হয়েছে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা।
পরিদর্শনে এসে ঢাকা জেলা পুলিশ সুপার সাংবাদিকদের মাধ্যমে তিনি অনুরোধ করেন ২৬ শে মার্চ যারা স্মৃতিসৌধ এলাকার রাস্তা ব্যবহার করে গাবতলী মুখী যাবেন তারা যেন অন্তত প্রথম প্রহরে এই রাস্তাটি এভোয়েট করে চলেন।

ঢাকা জেলা পুলিশ সুপারের পরিদর্শনের পর পরই জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে আসেন সাভার ১৯ আসনের ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এম,পি) এবং উপজেলার নির্বাহী অফিসার জনাব মাজাহারুল ইসলাম। এসময় মন্ত্রী বলেন ২৬ শে মার্চের সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরি পার্টি করে সাজানো হয়েছে পুরো সাভার উপজেলাকে। নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap