বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)
স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি ) এর কার্যক্রমের মানোন্নয়নে সাভার উপজেলায় উপজেলা চত্বরে ল্যাবরেটরি সম্প্রসারন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাভার উপজেলার চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব।
বৃহস্পতিবার (২৩ শে মার্চ) দুপুর ১২টার দিকে সাভার উপজেলা চত্বরে সাভার উপজেলা নিবার্হী অফিসার সহ উপজেলার কর্মকর্তাদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে উপজেলা ল্যাবরেটরি সম্প্রসারন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা সহকারী প্রকৌশলী মো মাকসুদুন্নবী বলেন, সাভার উপজেলায় স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সকল কযক্রমের মান উন্নয়নের লক্ষ্যে পরিষদ চত্বরে ৬২৫ স্কয়ার ফিটের একটি নতুন ল্যাব ভবনের প্রস্তাব স্থাপন করা হয়েছে। যার প্রাথমিক নির্মাণ ব্যয় ২০ লক্ষ টাকা বলে জানান তিনি। যার ব্যায় বহন করেছে সাভার উপজেলা পরিষ ।
উপজেলা প্রকৌশলী জনাব তরুণ কুমার বৈদ্য বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি ) এর কার্যক্রমের মানোন্নয়নে একটি করে ল্যাব প্রতিস্থাপন করা হবে। এই ধারাবাহিকতায় সাভার উপজেলায় আজকে ল্যাবরেটরি সম্প্রসারন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই ল্যাবরেটরিতে ইট, বালু, সিমেন্ট, পাথর ইটের, খোয়া, পাথরের খোয়া, সিলিন্ডার সহ নির্মাণকাজের অন্যান্য যন্ত্রাংশের মান পরীক্ষা করা হবে।
ল্যাবরেটরি সম্প্রসারন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব মাজাহারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সাভার উপজেলা কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।