শামসুল হক বাবু, সাভার (ঢাকা)
গত ৩০ জুলাই, ২০২২ শনিবার, সন্ধ্যায় ঢাকা’র এক মিলনায়তনে বিশ্ববাংলা সংস্কৃতি পরিষদের উদ্যোগে দুই বাংলার শিল্প ও সংস্কৃতি উন্নয়ন কল্পে কলকাতার শিল্পীদেরসংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা’র শিল্পীদের সংগঠন রক্তকরবী আন্তজাতিক এর কর্ণধর, কলকাতা দুরদর্শণের সঞ্চালক ও বিশিষ্ট বাচিকশিল্পী নন্দিনী লাহা ও কলকাতা লিটল ম্যাগাজিন ফোরামের সম্পাদক বিশিষ্ট কবি ও গবেষক কেতকীপ্রসাদ রায়।
আর বিশ্ববাংলা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা বিশিষ্ট অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ, বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক ড. নজরুল ইসলাম মারুফ, সভাপতি কবি রহিমা আক্তার রীমা সহ-সভাপতি কবি মো.হুমায়ূন কবির, কাজী বোরহান, পরিচালক মনোয়ারা বেগম, এবং সহ-সাধারণ সম্পাদক কবি এইচএম হাসান মাহমুদ এবং কলম প্রকাশনার সত্বাধিকারী মানিক মোহাম্মদ ওমর সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নন্দিনী লাহা বিশ্ববাংলা সংস্কৃতি পরিষদের কর্তপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের দিনটি ভুলবার নয়। এ দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তিনি দুই বাংলার সংস্কৃতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবার অভিমত ব্যক্ত করেন।
পরিষদের উপদেষ্টা এবিএম সোহেল রশিদ সমাজে চলমান অসহিষ্ণু পরিস্থিতিকে সংস্কৃতির মাধ্যমে সম্প্রীতি গড়ে তোলবার কথা বলেন।
অনুষ্ঠানে আবৃত্তি আর সঙ্গীতও পরিবেশন করা হয়।