আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় একজনকে কুপিয়ে হত্যা

সোহেল রানা, পাবনা:

পাবনার আতাইকুলায় পূর্ব বিরোধের জেরে রুহুল আমিন (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় আহত হয়েছেন আবু সাইদ নামের আরও একজন। রবিবার (৩০শে মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, রোববার রাতে আতাইকুলা থানার স্বরগ্রামের রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের মোস্তফা, শরীফসহ কয়েকজন। পরে স্বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে কথা কাটাকাটির জেরে রুহুলকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে চাচাতো ভাই আবু সাইদ (৪৫) এগিয়ে গেলে তাকেও কোপায় হামলাকারীরা।

পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে পালিয়ে যায় তারা। এসময় আহত রুহুল ও সাইদকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় রুহুল আমিন মারা যায়। আহত সাইদ চিকিৎসাধীন রয়েছেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap