দেশের সর্ববৃহৎ রাষ্ট্রয়াত্ব ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডের এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ ২৪/০৩/২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ০৯.০০ঘটিকার সময় সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, পাবনার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
র্যলীটি পাবনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক প্রিন্সিপাল কার্যালয়ের সামনে এসে শেষ হয়।উক্ত র্যলীতে উপস্থিত ছিলেন নিয়ন্ত্রণকারী কার্যালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীসহ পাবনা শহরস্হ সোনালী ব্যাংকের ৪টি শাখার সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারী। র্যলীটি নেতৃত্ব প্রদান করেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব খন্দকার আবদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী প্রিন্সিপাল অফিস পাবনা এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ আব্দুল কাদের আব্দুল কাদির, লতিফুল হক বিশ্বাস, ওপাবনা শাখার সিনিয়র সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহমুদ উন নবী। সুবর্ণজয়ন্তীতে সোনালী ব্যাংকের শাখাগুলোতে আলোকসজ্জা করা হয় ও রঙ্গীল , বেলুন, ফেস্টুনসুন্দর করে সাজানো হয়। এজিএম খন্দকার আবদুর রহমান বলেন বর্তমানে সোনালী ব্যাংকের সোনালী ব্যাংকের ই-ওয়ালেট ও সোনালী ই-সেবা এ্যাপসের মাধ্যমে ঘরে বসেই যেকোন সময় যে কোন সাথে লেনদেন করা ও একাউন্ট খোলা যায়।গ্রাহক পর্যায়ে সকল সুযোগ সুবিধা প্রদানকারী এ ব্যাংকের সেবা আরোও সহজলভ্য করতে ব্যাংকে কর্মরত রয়েছে এক ঝাঁক তরুণ কর্মী । প্রতি শাখায় দিনির শুরতে কেক কেটে,মিষ্টিও চকটেল বিতরনের মাধ্যমে ব্যংকিং লেনদেন শুরু করা হয়।