এক্স ক্রিকেটার্স এ্যসোসিয়েশন সার্বিক ব্যবস্থাপনায় পাবনায় আসাদ স্মৃতি টি ২০ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ সরকারি এডোয়ার্ড কলেজ মাঠে ২২ শে ফেব্রুয়ারি মঙ্গলবার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ঘোষণা করেন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃহুমায়ুন কবীর মজুমদার। এক্স ক্রিকেটার্স এ্যসোসিয়েশনের সভাপতি গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহীদুল হক মানিক,ক্রীড়া সংগঠক আলাহাজ মোক্তার হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি ও জিএস দাদু মটরস এর স্বত্বাধিকারী রেজাউল কবীর শরীফ, মরহুম আসাদ চৌধুরীর বড় ভাই আহসান জান চৌধুরী, সাবেক ক্রিকেটার সিরাজুল আলম খোকন ,নুরুল আমিন সোহেল, টুটুল, খন্দকার আল জাহেদী ঠান্ডা, আলামগীর হসেন রাশিদুল হাসান রানা আমিরুল ইসলাম লুটু,সাঈদ হোসেন সুমন , শরীফ হোসেন সুমন, রকিব রানা , তাজুল ইসলাম, ইয়াকুব আলী, আখতার হামিদ আন্জু আর অনেকে উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ছোট মনোহরপুর ক্রিকেট ক্লাব ও পাবনায় স্পোর্টিং ক্রিকেট ক্লাব।উদ্বোধনী খেলা পরিচালনা করেন গৌতম সরকার, গোরা ও মাসুদ রানা।