আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে ঝুট ব্যবসা নিয়ে মারামারি, আহত ৫

বিশেষ প্রতিনিধি:

সাভার উপজেলা আশুলিয়া থানার আড়িআড়া এলাকার এস,এ,আর ইন্টারন্যাশনাল ক্লোথিং ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত আহত ৫ জন ।

২০ (ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবুজ গ্রুপ ও কায়ুম গ্রুপের মধ্যে এই সংঘর্ষ চলে। এসময় সবুজ গ্রুপের সোনা মিয়ার ছেলে আরাফাত হোসেন এর মাথা ফেটে ও আমিন মাদবরের ছেলে হাসানের হাতে কোপ লেগ আহত হয়। অন্যদিকে কাইয়ুম গ্রুপেরও ২ জন আহত হয় বলে জানা যায়, তবে তাদের সাথে যোগাযোগ করতে না পারায় বিস্তারিত জানা যায়নি।

দীর্ঘদিন যাবৎ আনোয়ারের ছেলে কাইয়ুম এবং একই এলাকার সাইজুদ্দিনের ছেলে সবুজ এস,এ,আর ইন্টারন্যাশনাল ক্লোথিং লিমিটেড থেকে যৌথভাবে ঝুট ব্যবসা করে আসছিল বলে জানা যায়।

সাইজ উদ্দিনের ছেলে সবুজ জানায় তাদের ব্যবসায়িক ভাগ-বাটোয়ারা নিয়ে মতপার্থক্য তৈরি হলে, গত তিন মাস যাবত গার্মেন্টস থেকে ঝুট নামানো বন্ধ থাকে। এ বিষয়ে ঢাকা জেলা এসপি মারুফ সর্দার ও আশুলিয়া থানা ওসির মধ্যস্থতায় সমাধান হওয়ার কথা থাকলেও, হঠাৎ করে আজ কাইয়ুম লোকজন নিয়ে ঝুট নিতে আসে। ঝুট নিতে সবুজ ও তার লোকজন বাধা প্রদান করলে এ সংঘর্ষের সৃষ্টি হয়। সবুজ অভিযোগ করে বলেন, কাইয়ুম যুবলীগের দাপট দেখিয়ে জোর করে ঝুট ব্যবসা একা করার হুমকি দেয়। আমরা বাধা প্রদান করলে তারা ৩০/৪০জন আগ্নেয়াস্ত্র ও বড় দা নিয়ে আমাদের উপর হামলা করে এসময় কাইয়ুম আমাদের একজনের হাতে দা দিয়ে কোপ দেয় এবং তাদের সাথে থাকা অন্য একজন অস্ত্রের মুখে আমাদের একজনের মাথায় বাড়ি দিয়ে ফাটিয়ে দেয়।

সংঘর্ষের ব্যাপারে জানতে কায়ুম গ্রুপের কাইয়ুমকে ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap