আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুজানগরে পূর্ব শত্রুতার জেরে আহত-৫

সোহেল রানা, পাবনা :

সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে নাছিম বাহিনীর অতর্কিত বোমা হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২২ ইং) রাত আনুমানিক ৯ টার দিকে পাবনার সুজানগর পৌরসভার ভবানীপুর (কুঠি পাড়া) মোড়ে আধিপত্য বিস্তারের নাছিম বাহিনী অতর্কিত ভাবে বোমা হামলা ও গুলি চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। এ সময় মোড় সংলগ্ন মৃত্যু মনির উদ্দিনের ছেলে ইউনুস শেখ (৫০), ইউনুস শেখের ছেলে বিপুল (২৮), ইবাদত আলীর ছেলে হাশেম (৪০) সিএনজি ওয়াকসপের কর্মচারী পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাকছী ডাঙ্গী গ্রামের মাহাতাব শেখের ছেলে রাতুল (১৮) আকুব্বরের ছেলে শামীম (১৯) বোমা, গুলি ও বেধড়ক মারপিটে ৫ জন আহত হয়েছে। আহতদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে অবস্থার অবনতি হলে গুলিবিদ্ধ গুরুতর আহত ইউনুস শেখ কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভবানীপুর মোড়ে পূর্ব শত্রুতার জের ধরে ঝামেলা হয়েছে, ঘটনা স্থলে তাৎক্ষণিকভাবে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয় লোকজন জানান, মাঝে মধ্যে সদর থানার তারাবাড়িয়া গ্রামের নাছিম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকার নিরীহ মানুষ দের মারপিট করে। আজকে রাতে শুধু শুধু এলাকার এক ছেলে কে মারপিট শুরু করে, এলাকার লোকজন প্রতিবাদ করলে তাদের উপর বোমা ও গুলি চালায়, বেশকয়েকজন আহত হয়েছে, দোকান ভাঙচুর করেছে।এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap