২ই ডিসেম্বর রোববার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, বুস্টার ডোজ টিকাদানের উদ্বোধন করেন, প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোহা মোঃ শাকিলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, ডাঃ আব্দুল্লাহ আল হেল বাকি জিসান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নারী পুরুষ কে বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়েছে।