আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোটর মালিক

পাবনা মোটর মালিক গ্রুপের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সোহেল রানা, পাবনা:

পাবনা মোটর মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ২৯শে ডিসেম্বর পাবনা মটর মালিক গ্রুপের কনফারেন্স রুমে সকালে বিদায়ী সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব নবনির্বাচিত কমিটির পক্ষে সভাপতি এম এ কাফী সরকারের কাছে এই দায়িত্ব হস্তান্তর করেন। পরে উভয় উভয়কে ফুল দিয়ে বিদায় ও বরণ করেন।

পাবনা মোটর মালিক গ্রুপের নবনিবার্চিত সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম মমিনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের সদস্য পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও অপর সদস্য শ্রী বাদল ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন, সহ—সভাপতি খাদেমুল ইসলাম বাদশা, মোশারফ হোসেন খোকন, রমেন্দ্রনাথ ঘোষ রমনী, শাহ আলম খান শামীম, গোপাল কুমার কর্মকার, যুগ্ম সম্পাদক (প্রথম) এস এম নুরুল হাসান ফারুক, যুগ্ম সম্পাদক (দ্বিতীয়) শামসুল আলম, কোষাধ্যক্ষ এনায়েত কবির শামীম, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল মোতালেব সিদ্দিকী (আশিক) ও কার্যকরী সদস্য যথাক্রমে মো. শহিদুল ইসলাম, মীর মোশারফ হোসেন, মো. হাবিবুর রহমান, মো. নাহিদ হাসান মামুন, মো. সোহেল রানা, কানাই লাল সরকার কানু, খন্দকার এনামুল কবীর তারেক, মো. মাহবুবুল আলম চৌধুরী, মো.আতিকুর রহমান বাদশা, মো.আব্দুস সালাম, মো. রাশেদুজ্জামান এবং শাহ জাফর খান হাসিম।

গত ১১ ডিসেম্বর পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসেসিয়োশন সভাপতি রমেশ চন্দ্র ঘোষ, সদস্য ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও শ্রী বাদল ঘোষ। আপীল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সদস্য ছিলেন শ্রী কৃষ্ণ কুমার সান্যাল কানু সান্যাল ও দৈনিক বিবৃতি সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap