আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাগর কান্দি ফুটবল একাদশ চাম্পিয়ান

সোহেল রানা, পাবনা :

পাবনা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবুল কাশেম মাস্টারের স্মরণে, মরহুম আবুল কাশেম স্মৃতি সংঘের আয়োজনে, আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে পাবনার সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় উপকমিটির সদস্য গোলাম সরোয়ার হেলাল শিকদার। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন শাওন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান,এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনা করেন, মোতাহার আলী বিশ্বাস ও পিন্টু। ফাইনাল খেলায় বেড়া বি এম এস বনানী সংঘ একাদশ কে ট্রাইবেকারে ৩-২ গোলে সাগর কান্দি ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap