পাবনা জেলার গুমানি নদীর একপাড়ে চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়ন অপর পাড়ে ভাঙ্গুরা উপজেলার অস্টমনিষা ইউনিয়ন। ২৮নভেম্ভর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহোদর ছোটবোন নূর জাহান বেগম মুক্তি চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন আর ২৬ ডিসেম্বর তার আপন বড় বোন সুলতানা জাহান বকুল ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ের চেয়ারম্যান নির্বাচিত হলেন। সম্ভবত আপন দুই বোন এভাবে পাশাপাশি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ঘটনা বাংলাদেশ প্রথম। আপন সহোদর দুইবোন জনগণের সরাসরি ভোটে পাশাপাশি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়া সত্যি গর্বের বিষয়। এভাবেই তৃণমুল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। এটাই সবার প্রত্যাশা।