আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক সম্মেলন

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সোহেল রানা, পাবনা:

পাবনা সদর উপজেলা মালিগাছা ইউনিয়ন পরিষদেও নির্বাচনে স¦তন্ত্র প্রার্থীও সমর্থক ও কর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) মার্ক সৈয়দ মোঃ মুনতাজ আলী।আজ মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসকাবের সেমিনার হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় মুনতাজ আলী সাংবাদিকদের লিখিত বক্তব্যে বলেন, আসন্ন মালিগাছা ইউনিয়নের জনগণের চাওয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে এবার পাবনা মালিগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এবং ঘোড়া প্রতীকে নির্বাচন করছি। গত ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে বেলা একটায় আমার সামর্থ্য ও কর্মীরা টেবুনিয়া সিড গোডাউন সংলগ্ন মরে খোঁড়া প্রতীক নির্বাচনের পোস্টার লাগাতে গেলে মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ উম্মত আলীর সন্ত্রাসী বাহিনী আমার সমর্থনের ওপর হামলা চালায়। এসময় আমার কর্মী মো. চান মিয়াঁ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পাবনার ঘোষপাড়ায় বহিরাগত সন্ত্রাসী নেতৃত্বে হামলায় আমার চাচা শ্বশুর আব্দুল রহিম সেখ তার ছেলে আসাদুজ্জামান রানা আহত হয়। আহত অবস্থায় আব্দুল রহিম শেখ কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় একটি মহল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত আমার সমর্থক ও কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন করছে এবং আমাকে সমর্থন করতে হুমকি দিচ্ছে। ইতিমধ্যে তারা কাজ পাড়ায় আমার ঘোড়ার পথিকের কার্যালয়ে ভাঙচুর করেছে। তাই মালিগাছা ইউনিয়ন নির্বাচনের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বহিরাগত সন্ত্রাসীদের দমন নির্যাতন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap