নভেম্বর ২০২১ খ্রীঃ মাসের আইন শৃংখলা রক্ষা, ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার , অবৈধ অস্ত্র উদ্ধার, মামলার নিস্পত্তি বিবেচনায় রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ জেলা ঘোষিত হয়েছে পাবনা জেলা। আজ ডিআইজি রাজশাহী রেঞ্জ মহোদয়ের কার্যালয়ে ভারচুয়ালি অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জনাব আবদুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ এ ঘোষনা প্রদান করেন।উল্লেখ্য গত অক্টোবর মাসেও পাবনা জেলা এ শ্রেষ্ঠত্ব অর্জন করে। এ বিষয়ে পুলিশ সুপার পাবনা পুলিশ সুপার মহিদুল ইসলাম খান বলেন অর্জন এ অর্জন আমার একার নয় এই অর্জন পুরো পাবনাবাসী। পুলিশ সুপার পাবনা ও জেলা পুলিশের সকলের পক্ষ থেকে আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।