আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

সোহেল রানা, পাবনা:

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রাতুল বিশ্বাস (১৯) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রাতুল সরকারী সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর গ্রামের ব্যবসায়ী আজম বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, রবিবার সকালে রাতুল নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে স্টেডিয়াম সড়ক দিয়ে ঈশ্বরদী শহরে যাচ্ছিলেন। এ সময় ইস্তা ও উমিরপুর গ্রামের সংযোগ সড়ক দিয়ে একটি সিএনজি এসে রাতুলের মোটরসাইকেলকে সজেরো ধাক্কা দেয়। রাতুল ছিটকে পড়ে মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারালে উপস্থিত লোকজন তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যান। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মশিউর রহমান মাসুদ জানান, প্রথমে অজ্ঞাত অবস্থায় আহত রাতুলকে চিকিৎসা দেওয়া হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাতুলের আহত অবস্থার ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিলে রাতুলের পরিচয় মেলে। তিনি জানান, রাতুলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এম্বুলেন্সে রাজশাহী নেওয়ার পথেই পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত কলেজ শিক্ষার্থী রাতুল এলাকায় অনেক নম্র ও ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap