নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে পাবনার সুজানগরে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের জন্য, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য,সফল জননী হিসেবে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, উপজেলা পরিষদের হল রুমে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।