আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে, আওয়ামী লীগ দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিনের সমর্থকদের হামলায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের সমর্থক সবুজের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯:৩০ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবর জানা জানি হলে রাত ১০ টার দিকে স্বতন্ত্র প্রার্থী সমর্থক সহ সর্ব স্তরের জনগণ প্রতিবাদ মিছিল বের করে।
মিছিল কারীরা সবুজ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে পাবনা- সুজানগর সড়ক সহ ভায়না ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন,আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক।