আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাধারণ সভা

বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

ঢাকা, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্য দিয়ে সভাটি সম্পন্ন হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের সঞ্চালনায় সিনি:সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন এতে সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, সহ-সভাপতি ড. সাজ্জাদ চিশতী, সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন, সহ-সম্পাদক সোহাগ আরেফিন, মিজানুর রশীদ মিজান, সহ-সম্পাদক আবুল খায়ের খান, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, এমএ আকরাম, সীমা খন্দকার, মোহাম্মদ আলী সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন দাস, মোনালিসা মৌ, অর্থ সম্পাদক শারমিন সুলতানা মিতু,সহ-আইটি সম্পাদক হাসানুর রহমান রিমন, রিয়াজুল ইসলাম বাচ্চু, উপ-প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ইসমাইল হোসেন টিটু, আপ্যায়ন সম্পাদক আলী হোসেন, কেন্দ্রীয় সদস্য শিবলী সাদিক খান, মো: আযহার উদ্দিন, খালেকুজ্জামান পান্নু, আনোয়ার হোসেন, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।

সভায় পহেলা ডিসেম্বর ৫ম বিজয় শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজনটি ৮টি বিভাগ ও প্রস্তাবিত নতুন ২টিসহ ১০টি বিভাগে পৃথক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সংগঠনের অধীনে একটি স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে এ বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা শেষে স্টিয়ারিং কমিটি গঠন উপলক্ষে ৩ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরকে প্রধান করে আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন ও সহ-সভাপতি সাঈদুর রহমান রিমনকে সদস্য করা হয়। উক্ত কমিটি আগামি ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় সভাপতি বরাবরে রুপরেখার প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামি ডিসেম্বর মাসে স্টিয়ারিং কমিটি ঘোষণা করারও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ আলী কাদেরীকে আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়। এ সময় পাবনা জেলা সভাপতি আ: সালাম উপস্থিত ছিলেন।

বিজয় শোভাযাত্রা সফল করতে সকল জেলা/উপজেলাকে প্রস্তুতি গ্রহনের আহবান জানানো হয়েছে। এ ব্যাপারে আগামি ৭ নভেম্বর রাত ৮টায় জেলা/উপজেলা কমিটির সাথে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap