হদল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হাদল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৩১ শে অক্টোবর বিকেল ৪টায় এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।
হাদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হাদল ইউপি চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ও পাবনা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান সরকার, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন গোলাপ ফরিদপুর পৌর মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফ বকুল। সভা সঞ্চালনা করেন ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল হক খান(প্রদীপ)।