আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় বিপুল পরিমাণে ভারতীয় রুপি জব্দ, আটক হয়নি কোন চোরাকারবারী

সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দায় অভিযান চালিয়ে ২০ লক্ষ ৬৫ হাজার ৯ শত ৭৫ টাকা মূল্যের ভারতীয় রুপি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন ৩১ বিজিবি।
আজ বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য  জানান, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বুধবার বিকেল ৪ টায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ০৯ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্ব পালনকালে ভারতের সীমান্ত পিলার ১১৭১/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়া নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে।
এসময় তথ্য অনুযায়ী ভারতের দিক থেকে একজন চোরাকারবারীকে ব্যাগ হাতে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দলটি তাকে তাড়া করলে ব্যাগ ফেলে চোরাকারারী দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল ফেলে যাওয়া ব্যাগ থেকে  ২০,৬৫,৯৭৫/- (বিশ লক্ষ পয়ষট্টি হাজার নয়শত পঁচাত্তর) টাকা মূল্যমানের ভারতীয় রুপি জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় রুপির বিষয়ে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় মামলা করা হবে। উক্ত অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap