আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিযাচী পাখি শিকারের দায়ে সুজানগরে ৩জন গ্রেপ্তার

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

পরিযাচী পাখি শিকারের দায়ে সূজানগর থানা কর্তৃক ৩ জন গ্রেফতার। উদ্ধারকৃত ২০০ পাখি অবমুক্ত করে আকাশে উড়িয়ে দিলেন পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। পাবনা জেলায় জন্মেছিলেন চারন কবি বন্দে আলী মিঞা (১৯০৬–১৯৭৯)। তিনি পাখি কবিতায় লিখেছিলেন ” খাঁচার দুয়ার আলগা পাইয়া উড়ে গেল পাখি বনে”। তাঁর মৃত্যুর ৪২ বছর পর পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয় পাবনার মাটিতে কবির অনুভূতির বাস্তবায়ন করে সুজানগর থানা চত্ত্বরে খাঁচার দুয়ার আলগা করে উড়ে দিলেন পাখি বনে। গতকাল ফেসবুকে মেসেজ পেয়ে পুলিশ সুপার পাবনা মহোদয়ের নির্দেশে সুজানগর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই রেজাউল করিম, এএসআই জহুরুল ইসলাম ও ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করে দুলাই চরপাড়া হতে পাখি শিকারী ১। আতোয়ার শেখ পিং- বাছেদ শেখ সাং- চর গোবিন্দপুর ২। আলাউদ্দিন পিং- জহির মিঞা সাং- ঘোড়াদহ ৩। মোজাহার মন্ডল পিং- তফিজ মন্ডল সাং- চরদুলাই সর্বথানা- সুজানগর জেলা- পাবনা দের গাংচিল, রামচা, চ্যাগা, মাছরাঙা ও ডাহুক জাতীয় দুই শতাধিক বন্যপাখি সহ গ্রেফতার করা হয়। পুলিশ সুপার, পাবনা মহোদয় এসি ল্যান্ড সুজানগর, ভিএস সুজানগর এবং সাংবাদিকদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করেন। আসামীদের মোবাইল কোর্টে সাজা দেয়া হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap