জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা হাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা বিআরটি এ পাবনা সার্কেল আয়োজনে, জেলা প্রশাসন পাবনার সার্বিক সহযোগিতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২২শে অক্টোবর শুক্রবার সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল হালিম ।
এছাড়াও উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা পরিচালক ও নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার উপদেষ্টা মির্জা শহিদুল ইসলাম ইসলাম, পাবনা জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, পাবনাা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান, নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার সভাপতি গোলাম হাসনাইন কোয়েল, ইয়োলো ল্যাম্প পাবনা জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম উজ্জল,দৈনিক ভোরের দর্পণ পাবনা জেলা প্রতিনিধি নিরাপদ সড়ক চাই পাবনা জেলা কমিটির সদস্য রনি ইমরান, পাবনা জেলার ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, পাবনা জেলা চালকলীগ সভাপতি নাসির শেখ।
আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিসি এ পাবনার সার্কেলের মোটরযান পরিদর্শক আমির হোসেন।