আজ ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদে মিলাদুন্নবী

পাবনায় খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

পাবনায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে । শহরের দ্বীপচর এলাকার খাজা নগর দরবার শরীফে আজ সকাল ১১ টায় জশনে জুলসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়ছে।

নূর মুহাম্মাদ আজাদ খান চিশতী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মোঃ মোনলেছুর রহমান, মাওলানা মোঃ রিয়াজুদ্দীন ইসলাম,মাওলানা মোঃ রবিউল ইসলাম,ইন্টার ফুড বেভারেজের চেয়ারম্যান ও মামুন মটরস স্বত্বাধিকারি মামুনুর রশিদ খান প্রমুখ।

মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন মুক্তার হোসেন, ওমর ফারুক হোসেন,ওবায়দুর রহমান সহ আরো অনেকে বক্তারা বক্তব্যে বলেন, ইসলামের তাৎপর্য তুলে ধরেন এবং ইসলাম ধর্ম মানে শান্তি ধর্ম। পৃথীবীতে আল্লাহ ও নবীজির অনুসরণ করতে হবে, তাহলেই পরকালে জান্নাতে প্রবেশ করা যাবে না। আলোচনা শেষে দেশবাসি মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap