কেশবপুর (যশোর )প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদে দুর্গাপূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সাগরদাঁড়ির মধুসূদন সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ওই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ উপভোগ করার জন্য নদের দুপাড়ে ভিড় করে বিভিন্ন এলাকার হাজারো মানুষ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ৮টি দল অংশ নেন। কপোতাক্ষ নদের চিংড়া নামক স্থান থেকে সাগরদাঁড়ির ডাকবাংলো ঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া দল, দ্বিতীয় উপজেলার সাগরদাঁড়ি এবং তৃতীয় স্থান অধিকার করে গোপসেনা দল।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা সাগরদাঁড়ির শুভ দেবনাথ, রুপালী রানী ও রুহুল কুদ্দুস জানান, দীর্ঘদিন পর কপোতাক্ষ নদের বুকে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে খুবই ভালো লেগেছে।
মধুসূদন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুভাষ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, প্রমুখ