পাবনায় মর্জিনা-লতিফ ট্রস্টের পৃষ্ঠপোষকতায় শারদীয় দুর্গোৎসব ২০২১ উপলক্ষে জেলার ৭শত দুস্থ হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ২:৩০ ঘটিকায় শহরের জয়কালি বাড়ি মন্দিরে আনুষ্ঠানিক ভাবে এসব বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ উদ্বোধন করেন লতিফ গ্রুপের চেয়ারম্যান ও মর্জিনা-লতিফ ট্রাস্ট’র মহাসচিব আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।
এ সময় গোলাম ফারুক প্রিন্স বলেন, পাবনায় ৩৪৬ টি পুজামন্ডুপে পুজা উৎযাপিত হচ্ছে। সকল পুজা মন্ডুপে নির্ভয়ে উৎসবের সাথে পূজা উৎযাপিত হচ্ছে। এতে প্রমানিত হয় বঙ্গবন্ধুর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিরে দেশ। এদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শান্তিময় পরিবেশ বজায় রেখেছে। চন্দন কুমার চক্রবর্তী বলেন আজকের এই অনুষ্ঠানই প্রমান করে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিরে দেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক বিনয় জ্যোতি কুন্ড’র পরিচালনায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি শহিদুর রহমান শহিদ, লতিফ গ্রুপের পরিচালক সাজিদুল বিশ্বাস সাজিদ, লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, জয়কালি বাড়ি মন্দিরের সাধারন সম্পাদক শ্রী প্রলয় চাকি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।