আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান জন্মদিনে উদ্বোধন করলেন তারুণ্যের অগ্রযাত্রার মানবতার ঝুড়ি

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

মানব সেবায় দেশজুড়ে সাফল্যের এক যুগে তারুণ্যের অগ্রযাত্রা নিয়মিত সামাজিক ও মানবিক বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। গত ৩ অক্টোবর রবিবার পাবনার নগর পিতা শরীফ উদ্দিন প্রধানের জন্মদিনে তারুণ্যের অগ্রযাত্রার স্বেচ্ছাসেবকরা মেয়র ও শুভাকাঙ্খিদের নিয়ে কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বল্প পরিসরে আলোচনা অনুষ্ঠান করে।

এ সময় মেয়রের আগ্রহে তারুণ্যের অগ্রযাত্রার সদস্যদের সাথে পায়ে হেটে বিভিন্ন মানবতার দেয়ালে কাজ করেন এবং তারুণ্যের অগ্রযাত্রার মানবতার ঝুড়ি নিজ হাতে বিভিন্ন দোকানে লাগিয়ে দেন। তিনি নিজে বেশ কিছু ফল সে ঝুড়িতে দান করেন এবং অন্যদেরকেও দান করতে আহ্বান করেন।

তিনি বলেন তারুণ্যের অগ্রযাত্রা ১২ বছর দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক ও মানবিক কাজ করে চলেছে। করোনাকালীন সময়েও অক্সিজেন, খাবার, ঔষধ, কাপড় প্রদান, বৃক্ষ রোপণ, রক্তদানসহ বিভিন্ন সেবা দিয়েছে তারুণ্যের অগ্রযাত্রা। সংগঠনটির উদ্যোক্তা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স আমার ছোট ভাই। ছোট বেলা থেকেই সে বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখতো এবং আমাদেরকেও অংশগ্রহণ করাতো। আজ সে সারাদেশে কাজ করছে। এটা পাবনাবাসীর জন্য গর্ব। আমরাও তারুণ্যের অগ্রযাত্রার সাথে থেকে বহু কাজে অংশ নিয়েছি। আপনাদেরকেও বলবো সুস্থ সুন্দর মানবিক সমাজ গড়তে তারুণ্যের অগ্রযাত্রার কাজে অংশ নিন, অন্তত যে যেখান থেকে যেভাবে পারেন সংগঠনটিকে সহযোগিতা করুন। জুবায়ের খান প্রিন্স এর মত মানবিক স্বেচ্ছাসেবক প্রতি ঘরে ঘরে না হলেও প্রতি এলাকাতে গড়ে তুলতে হবে। পাবনা পৌরসভা এবং আমি ব্যক্তিগতভাবে তারুণ্যের অগ্রযাত্রার সকল ভালো কাজে ছিলাম, আছি এবং থাকবো।

আনন্দঘন এই পরিবেশে উপস্থিত ছিলো তারুণ্যের অগ্রযাত্রার উদ্যোক্তা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স, কেন্দ্রীয় সমন্বয়ক ও সাবেক পাবনা জেলা প্রধান সমন্বয়ক আশরাফুজ্জামান, কেন্দ্রীয় সমন্বয়ক ও পাবনা জেলা সিনিয়র সমন্বয়ক মেহেদী হাসান ম্যাকসিম, সমন্বয়ক সাদ্দাম হোসেন, আকাশ আহমেদ, প্রিন্স চৌধুরী, ড. আলআমিন, মিঠু, সৈকত, সোহেল মাষ্টার, সাংবাদিক সোহেল রানা সহ তারুণ্যের অগ্রযাত্রা অনেক স্বেচ্ছাসেবক।
এ সময় জুবায়ের খান প্রিন্স সকলের সহযোগিতা ও ভালোবাসা চেয়ে বলেন তারুণ্য জাগলে বদলাবে সমাজ, তারুণ্যই গড়বে মানবিক সমাজ।

সকল জনপ্রতিনিধি ও প্রশাসন সহযোগিতা করলে তারুণ্যের অগ্রযাত্রার স্বেচ্ছাসেবক প্রতি ঘরে ঘরে তৈরি হবে। দেশ বদলাতে, নতুন করে মানবিক সমাজ গড়তে আর কোন বাধাই থাকবেনা।

পরিশেষে পৌর মেয়রের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap