বাংলাদেশ পুলিশের এক চৌকস ও সাহসী কর্মকর্তা মাদকের বিরুদ্ধে অভিযানকালীন জীবন উৎসর্গ করলো।
গতকাল ২৪/০৯/২১ রংপুর হারাগাছ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে কর্তব্য পালনকালে মাদক ব্যবসায়ী মোঃ পারভেজ রহমান পলাশ (২৬)-কে আটক করতে গেলে এএসআই মোঃ পিয়ারুল ইসলাম ছুরিকাহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (২৫ সেপ্টেম্বর) সকাল ১১.০০ টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চৌকস পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে দেশ ও পুলিশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেনএবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
মহান আল্লাহর নিকট মরহুমের বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদাউস কামনা করেন পাবনার সুযোগ্য পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম।