গতকাল ২২/০৯/২০২১ ইং রোজ বুধবার পাবনা সদর থানাধীন গোপালপুর সাকিনস্থ মোঃ মোমিন মোল্লার মালিকানাধীন বসত বাড়ীর পিছন হইতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৪১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে এবং তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে ।
মাদক ব্যবসায়ীরা হলোঃ ১. মোঃ-মুন্না(২৭) পিতা-মোঃ আঃ মজিদ সাং- সিংগা, ২. মোঃ রনি(২৯) পিতা- মোঃ মেহের আলী সাং-আকুরি উভয় থানা ও জেলা-পাবনাদের হেফাজত হতে মাদক ৪১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাদের আটক করা হয়। উল্লেখ্য যে আসামী ১.মোঃ মুন্না এর বিরুদ্বে একটি হত্যা চেস্টা ও আসামী ২. মোঃ রনি (২৯) এর বিরুদ্বে একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।