আজ ১৭ ই সেপ্টেম্বর পাবনার কাশিনাথপুর মোড়ে অবস্থিত জামান ডায়াগনস্টিক সেন্টারে ডা. দেলোয়ারা বেগম এর সাক্ষাৎকার নেওয়ার জন্য জামান ডায়াগনস্টিক সেন্টারে গেলে ডায়াগনস্টিক সেন্টারের মালিক সুমন অকথ্য ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় স্থানীয় দুজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন। তাদের সাথে কথা বলে জানা যায় জামান ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেলোয়ারা বেগম এর সাক্ষাৎকার নেয়ার জন্য সাংবাদিক কামরুল ডাক্তার ব্যাস্ত থাকায় সাংবাদিক কামরুল ডায়াগনস্টিক সেন্টারের নিচে অপেক্ষা করতে থাকেন। হঠাৎ ডায়াগনস্টিক সেন্টারের মালিক কামরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিক ভাবে লাঞ্ছিত করে তাকে হত্যার হুমকি দেয়। এবং বলে সালা পাবনার সব সাংবাদিকরা খারাপ তুই আমার ডায়াগনস্টিক সেন্টারে কেন আসলি তোকে মেরে পানিতে ভাসিয়ে দিব। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।