সোহেল রানা, পাবনা প্রতিনিধি:
আটুয়া লাইব্রেরী বাজার মুন্সিবাড়ি নির্বাসী মহরম মগরেব আলী মুন্সির চতুর্থ সন্তান মোশারফ হোসেন (কালু মুন্সি) ১৯৭৪ সালে কৃষি উৎপাদন বৃদ্ধির উজ্জল দৃষ্টান্ত স্থাপন করায় এবং একই বছরে বহুমুখী আদর্শ কৃষি সমবায় সমিতি লিমিটেডের বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত হন। তিনি পাবনা রাইফেল ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,পাবনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি। দীর্ঘ একমাস বার্ধক্যজনিত কারণে শরীরের নানান রকম জটিল ও কঠিন রোগে আক্রান্ত তিনি বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত কয়েক দিন হল তার শরীরের অবস্থা অবনতি হয়েছে। তার সুস্থতার জন্যপরিবারের পক্ষ থেকে প্রিয় দেশবাসীর কাছে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন তার সুযোগ্য কন্যা রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, পাবনা ও সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি মহোদয়।