সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পাবনা -সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি।
তিনি এক বিবৃতিতে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর রহমান স্বপন ইন্তেকাল করেন।
হাসিবুর রহমান স্বপন গত বছর হঠাৎ কিডনি রোগে আক্রান্ত হলে তুরস্কের একটি হাসপাতালে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করান। গত দু সপ্তাহ আগে হঠাৎ করে করোনায় আক্রান্ত হন তিনি। এরপর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
অবস্থার অবনতি হলে তাকে গত সোমবার আবারও তুরস্কের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসিবুর রহমান স্বপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল। প্রথমে ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। পরোপকারী ও সাধারণ মানুষের বিপদের বন্ধু বলে পরিচিত হয়। স্বপন এরপর নির্বাচিত হন পৌর মেয়র।
এরপর দশম সংসদ নির্বাচনের পর থেকে টানা দুবার আওয়ামী লীগের নির্বাচিত এমপি হিসেবে কাজ করছেন। সামগ্রিক উন্নয়নে তিনি ভূমিকা রেখেছেন। মানুষের দুঃখ-দুর্দশা পাশে দাঁড়িয়েছেন। তার দক্ষতায় শাহজাদপুর অনেকটা আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছে।