আজ সন্ধারাত ৭ টায় ঢাকার ধানমন্ডি কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ে পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্ট, প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু, কাউন্সিলর মজিদুল ইসলাম কালু সহ পৌর পরিষদের ১৫ কাউন্সিলর আওয়ামী লীগে যোগদান করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবীর নানক যোগদান কালে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন, এসময় স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবীর, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন, পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক সহ পাবনার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।