আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শোক দিবস

জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা, কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা, পাবনা প্রতিনিধিঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫.০৮.২০২১ তারিখ বিকাল চারটায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সকাল সাড়ে সাতটায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের মাননীয় সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি ভার্চুয়াল এর মাধ্যমে উপস্থিত সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় ও ১৫ই আগস্ট এর তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন বক্তব্য প্রদান করেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখার সঞ্চালনায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি শামসুন্নাহার খান, সহ-সভাপতি রকেয়া বেগম পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক নিহার আফরোজ জলি, পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন, পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদা শবনম, পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সিমা, মহিলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক স্নিকধা, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সাবানা পারভিন শিমুল পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণসম্পাদক শামীমা শিখা, থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার পলি জেলা পরিষদের সদস্য রাশিদা পারভীন সহ জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap