আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে পরিবেশ রক্ষায় বিশেষ বৃক্ষরোপণ অভিযান-২০২১

বিশেষ প্রতিনিধি:

 

সাভারে প্রতি বছরের ন্যায় জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে, পুরো পৃথিবীব্যাপি আসন্ন মহামারীতে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখতে, সাভার উপজেলা আনসার ও ভিডিপি এর বৃক্ষরোপণ অভিযান ২০২১ইং এর কর্মসূচি উদ্বোধন।

বৃক্ষরোপণ অভিযান-২০২১ইং (২২-০৬২০২১) মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে, আনসার ভিডিপি এর সদস্য সদস্যাদের মাঝে বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম।

এ সময় এক হাজারের মতো বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। এসকল গাছ বিতরণ কালে গতবছরের বিতরণকৃত গাছ ঠিকমতো বেড়ে উঠছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেয়া হয় আনসার ভিডিপি সদস্যা সদস্যদের কাছ থেকে।

 

বৃক্ষ রোপন অভিযান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম বলেন। সারা পৃথিবীব্যাপী যে মহামারীর আগ্রাসন হচ্ছে এ সময় বেশি বেশি গাছ লাগিয়ে এই মহামারী থেকে পরিবেশ রক্ষায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ আনসার ভিডিপি বাংলাদেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হওয়ায়, গ্রামেগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এই বৃক্ষরোপন কর্মসূচী সফলভাবে পালন করতে পারছে। এ বাহিনীর সব সময় বাংলাদেশের আপামর জনগণ ও দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে যা আমাদের জন্য গর্বের।

তিনি আরো বলেন শুধু গাছ নিলেই হবে না, গাছের পরিচর্যা সঠিকভাবে করতে হবে যা আমি আশা করি এ বাহিনীর সদস্য সদস্যরা করে থাকেন।

 

সাভার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হুমায়ুন আজাদ বলেন, আমাদের বাহিনীর প্রধান ডিজি মহোদয়ের নির্দেশে ও সকল জেলা কমান্ড্যান্ট স্যারদের দিকনির্দেশনায়,সারা দেশব্যাপী একযোগে আজকে এই বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আমাদের ঢাকা জেলা কমান্ড্যান্ট মোঃ আফজাল হোসেন, মহোদয়ের নির্দেশনায় সাভার উপজেলা আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে প্রায় একহাজারের মত বিভিন্ন গাছ বিতরণ করছি। এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা প্রতিবছরই করে থাকি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap