আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বজ্রপাতে বিরল প্রজাতির হনুমানের মৃত্যু

কেশবপুর যশোর – প্রতিনিধি:

 

যশোরের কেশবপুরে আজ মঙ্গলবার (১১/৫/২১)দুপুরে বজ্রপাতে বিরল প্রজাতির কালোমুখো একটি হনুমানের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, কেশবপুর শহর থেকে খাদ্য অন্বেষণে আসা উপজেলার পাঁজিয়া গ্রামে শিশু (রেইনট্রি) গাছে একটি হনুমান বসে ছিল।

ওই সময় গাছটিতে বৃষ্টির মধ্যে বজ্রপাত ঘটলে পুরুষ হনুমানটি ঝলসে নিচে পড়ে মারা যায়। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে মৃত হনুমানটি উদ্ধার করেছে। কেশবপুরে এই প্রথম বজ্রপাতে হনুমানের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানায়।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বজ্রপাতে মারা যাওয়া হনুমানটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে মাটি চাপা দেওয়া হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap