রনি জামান – ভেড়ামারা (কুষ্টয়িা )প্রতিনধি:
কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের তিন দিন পর প্রতিবেশীর রান্না ঘরের মেঝে খুঁড়ে আরাফাত নামে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার দাড়পাড়া গ্রামে ছপের মাল নামে এক ব্যক্তির রান্না ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু দৌলতপুর উপজেলার দাড়পাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত শুক্রবার সকাল ৯টা থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় ছপের মালের স্ত্রী কোহিনুরকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ছপের মালের রান্নাঘর ঘর থেকে লাশের দুর্গন্ধ ছড়ালে তার স্ত্রী কোহিনুর রান্নাঘরে পুতে রান্না শিশুর বস্তাবন্দি লাশ তুলে আবারও মাটি চাপা দেওয়ার চেষ্টা করে। এসময় প্রতিবেশীরা দেখে ফেলায় কোহিনুর পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ খবর দেয়। দৌলতপুর থানা পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে এবং কোহিনুরকে আটক করে।
এই বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।