আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ

পাবনা সদর প্রতিনিধি :

 

পাবনায় হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৯ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৬৫ জনে।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

 

গত ২৪ ঘন্টায় পাবনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কোন সংবাদ পাওয়া যায় নি। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে পাবনায় মোট মৃত্যুর সংখ্যা ২ জন।

 

গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৩০ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮২০ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩৩৩ জন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগের বগুড়ায় তাঁদের মৃত্যু হয়। এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

 

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২১৮ জন। এদের মধ্যে ২৬ হাজার ১২২ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪২৬ জন কোভিড-১৯ রোগী।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap