আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি ও লকডাউন কোনোটাই মানা হচ্ছেনা নেত্রকোণা শহরে

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস মোকাবিলায় সারাদেশে চলছে  সপ্তাহব্যাপী সর্বাত্মক  লকডাউন। সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি ও লকডাউনের ৫ম দিনেও কোনোটাই মানছেন না নেত্রকোণার বেশির ভাগ মানুষ।
আজ জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রশাসনের তৎপরতা থাকলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিনা কারণে বাইরে ঘোরাফেরা করছে অসংখ্য মানুষ। রাস্তাঘাটেও লক্ষ্য করা যায় অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়া ছোট ছোট গণপরিবহন।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য ব্যবসায়ীরা মেতেছে চোর পুলিশ খেলায়। শহরের বিভিন্ন এলাকায় চলছে হোটেল ব্যবসা, চায়ের দোকানে আড্ডা সহ বিভিন্ন ব্যবসা। এনিয়ে একদিকে যেমন বিপাকে প্রশাসন অন্যদিকে জেলায় দ্রুত বেড়ছে করোনা সংক্রমণ।
স্বাস্থ্য সচেতনদের অভিমত যদি এখনও মানুষের মাঝে সচেতনতা ফিরে না আসে, যদি ঘর মুখী না হয়ে এমন উদাসীন থাকে তাহলে আগামীতে আরও কঠোর বাস্তবতার মুখোমুখি হতে পারে জেলাবাসীর।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap