বিশেষ প্রতিনিধি:
আশুলিয়ার বাইপাইলে ইস্টার্ন ব্যাংক ভবনের ৩য় তলায় অবস্থিত গোল্ডেন ইউনিয়ন নামের জুতার কারখানায় আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হয়ে স্থানীয় হাসপাতালে গেলে, একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়।
সোমবার (১২ এপ্রিল) বিকেল ৩টার পর ঐ গোডাউনে আকস্মিক আগুন লাগলে ডিইপিজেডের ৩টি ইউনিট দেড় থেকে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো গুরুতর আহত ওই শ্রমিকের নাম বাবু। বাকি দগ্ধদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, চার তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ওই কারখানার কার্যক্রম চলমান ছিলো। আগুনের সূত্রপাত ঘটে কারখানাটির তৃতীয় তলায়। বিকেল সাড়ে ৩টার দিকে ওই কারখানায় অগ্নিকান্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পানির স্বল্পতার কারনে আগুন নিয়ন্ত্রন আনতেু সময় ও লোকবল একটু বেশি লাগে।
ফায়ার সার্ভিস সাভার জোনের সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ আরো বিস্তারিত তদন্ত করে জানানো হবে। তবে এ ঘটনায় হতাহতের বিস্তারিত খবর তিনি এখনও জানতে পারেননি।
স্থানীয় হাবিব ক্লিনিকের চিকিৎসক ডা. হাসনাত সাইদুল ইসলাম বলেন, ওই কারখানা থেকে আটজন রোগী আমাদের এখানে আসে। তাদের মধ্যে চারজন দগ্ধ ছিলো। একজনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।