সাভার প্রতিনিধি।
সাভারের আশুলিয়ায় জিরাবো এলাকার সিলভার গ্রুপের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কিজ করেছে। ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী বলেন শনিবার ভোরে সিলভার গ্রুপের একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে পরে দেখলাম ফায়ার সার্ভিস লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হয়।
শনিবার ভোর ৫টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার সিলভার গ্রুপের নামের একটি কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ভোরে আশুলিয়ার জিরাবো বাস স্ট্যান্ড এলাকায় আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়।
পরে আগুনের তীব্রতা দেখে সাভার ও উত্তরা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের ২, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি সহ মোট ৬টি ইউনিট ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে।