খোরশেদ আলম- সাভার প্রতিনিধি:
ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ও
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান এমপি করোনায় আক্রান্ত হয়েছেন । ২০ মার্চ শনিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন এবং ২১ মার্চ রবিবার তার রিপোর্ট পজিটিভ আসে । ডা: মোঃ এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টিনে রয়েছেন । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত: দেশে করোনা ভ্যাকসিন উদ্বোধনী দিনে ডাক্তার এনামুর রহমান তা গ্রহণ করেছিলেন। ভ্যাকসিন নেওয়ার এক মাসের অধিক সময় পর তিনি আক্রান্ত হলেন। উল্লেখ্য,সাভারের সাবেক সংসদ সদস্য দেওয়ান মো: সালাউদ্দিন বাবু ভ্যাকসিন নেওয়ার প্রায় এক মাস পর করোনা আক্রান্ত হয়ে এখন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন