আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভ্যাকসিন স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ, স্বাস্থ্য মন্ত্রী

সাভার প্রতিনিধি:ঃ
আগামীতে ভ্যাকসিন স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে আশুলিয়া বড় রাঙ্গামাটি এলাকায় অবস্থিত ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড এর উৎপাদন প্লান্ট পরিদর্শন করতে এসে  মন্ত্রী এ কথা বলেন।
এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন, অবকাঠামো এবং কিএমপি (গুড ম্যানুফ্যাকচারি প্রাকটিস) মান অনুযায়ী ভ্যাকসিন উৎপাদন করে ইতিমধ্যেই ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড বিশ্বমানেের প্লান্ট হিসেবে সক্ষমতা অর্জন করেছে৷ আমি মনে করি কোভিড এর সময়ে ভ্যাকসিনের জন্য অন্যকোনো দেশেও এই প্লান্ট ব্যবহার করতে পারবে, এসে বিশ্বের জন্যস্বাস্থ্য সুরক্ষিত হওয়ার ক্ষেত্রে ইনসেপ্টা ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বড় ধরনের ভূমিকা পালন করবে।
পরিদশর্নকালে উপস্থিত ছিলেন- ধামরাইয়ের সাংসদ বেনজীর আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার ও খুরশীদ আলম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরসহ প্রমুখ৷
প্রসঙ্গত, ২০১১ সালের জুন মাস থেকে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড সাভারে কার্যক্রম শুরু করে। এই প্লান্ট এখন পর্যন্ত ১৩টি ভ্যাকসিন (ইমিউনোগ্লোবিউলিন) সফলভাবে উৎপাদন ও বাজারজাত করেছে

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap