আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সারাদেশের ন্যায় নেত্রকোণায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

দেশব্যাপী চলছে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম তারই ধারাবাহিকতায় নেত্রকোণায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

আজ রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ইপিআই ভবনে কর্মসূচীর উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

 

 

পরে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি ও জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান হাসপাতালে করোনা টিকা গ্রহন করে কার্যক্রমের শুভ সুচনা করেন।

 

এ সময় জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

 

জেলায় ৭ হাজার ২শ টিকা এসেছে। ৭২ হাজার মানুষের মাঝে এই টিকা প্রদান করা হবে। আজ জেলার বিভিন্ন হাসপাতালে রেজিষ্ট্রেশনকৃত মোট ১ হাজার লোকের মাঝে এই টিকা প্রদান করা হবে। এখন পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষ অনলাইনে রেজিষ্ট্রেশন করেছে বলে জানায় সিভিল সার্জন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap