ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর দোকানপাট এলাকা থেকে শনিবার দুপুরে এক হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বড়ইবাড়ি এলাকার আক্তার হোসেনের ছেলে শুভ (২৫), উপজেলার নিশ্চিন্তপুর এলাকার ইব্রাহীমের বাসার ভড়াাটিয়া আব্দুর রশিদ (২৫)।
কালিয়াকৈর থানার এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সূত্রের ভিত্তিতে শনিবার দুপুরে কালিয়াাকৈর উপজেলার নিশ্চিন্তপুর দোকানপাট এলাকার ইব্রাহীমের বাসায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ শুভ ও আব্দুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনাই থানায় মামলার প্রক্রিয়া চলছে।