কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাট্টি’র কম্বল বিতরণ করেছেন। শ্রী রাম কৃষ্ণ আশ্রম কুড়িগ্রামের উদ্যোগে মঙ্গলবার বিকেলে প্রবীণ হিতৈশী চত্বরে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রামের এনডিসি মোঃ হাসিবুল হাসান, রাম কৃষ্ণ আশ্রম কুড়িগ্রামের সাধারণ সম্পাদক বাবু উদয় শংকর চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এস এম ছানালাল বকসী।
ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাট্টিবলেন, ভারত বাংলাদেশের অকৃতিম বন্ধু। এ সম্পর্ক দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। ভারত করোনা ভাইরাসের টিকা পাওয়ার সাথে সাথে তা বাংলাদেশকেও দিচ্ছে খুব শিগ্রই তা বাংলাদেশের মানুষ গ্রহণ করতে পারবে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রিতি চোখে পরার মতো। পরে তিনি ২ শতাধিক হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।