কুড়িগ্রাম প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে আয়তনের দিক দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়েছে। এই পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার আজ সকালে ভোট কেন্দ্রগুলোতে পৌছে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়াও অন্যান্য সরঞ্জামাদি গতকালই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়। ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তার বলয় তৈরি করেছে প্রশাসন।
নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ৪৩জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৯টি ওয়ার্ডে ২২টি ভোট কেন্দ্রের ১৪৬টি ভোটকক্ষে ভোট প্রদান করবেন ৪৬হাজার ৮৫৮জন ভোটার।
নির্বাচন সুষ্ঠু করতে ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন।
জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, দ্বিতীয় ধাপে নাগেশ্বরী পৌরসভার নির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। বিকেল ৪টা র্পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। আশা করা যাচ্ছে সুষ্ঠভাবে ভোট গ্রহণ সমাপ্ত হবে।