আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পানিবন্ধি সেই শতাধিক পরিবারের পাশে দাড়ালেন সাবেক মেম্বার

আসাদুজ্জামান খাইরুল- বিশেষ প্রতিনিধি:

 

শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় দীর্ঘ দেড়মাস ধরে গার্মেন্টসের বর্জ্য পানি ও ড্রেনের ময়লা পানিতে বন্দি হয়ে আছে শতাধিক বাড়ির সহস্রাধিক মানুষ। ড্রেনের ময়লা ও ক্যামিক্যালযুক্ত দূষিত পানিতে ডুবে গেছে শতাধিক বাড়িঘড় সহ বিভিন্ন অলিগলি।

বাড়ির ভিতরে প্রবেশ করছে এই দূষিত পানি। টয়লেটের পানি উঠছে রান্না ঘড় সহ প্রতিটি রুমে। এর কারনে দেড়মাস ধরে স্বাভাবিক কাজ ও জীবন যাপনের চরম ব্যাঘাত ঘটছে ওই এলাকায় বসবাসরত শহস্রাধিক বাসিন্দার। আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। বাচ্চাসহ বয়স্কদের ভোগান্তি চরমে, খাওয়া-দাওয়া থেকে শুরু করে চলা-ফেরা সবকিছুতেই যেন একটি দুর্যোগময় অবস্থায় চলছে শিল্পাঞ্চল ও ঘনবসতির এই এলাকার বাসিন্দাদের।

 

এলাকার কর্তা ব্যাক্তিগন সহ ওই এলাকার গার্মেন্টস কারখানাগুলো এর সমাধানে ব্যাবস্থা নিতে না পারলেও অত্র এলাকার সাবেক মেম্বারের খরচে পানিসেচ দিয়ে অস্থায়ী সমাধান করার চেষ্টা করা হয়। প্রভাবশালি মহলের বাধার মুখে পরে সেই সেচকাজ।

 

ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্বেশা গলির দিশেহারা হয়ে পড়া এ সকল মানুষের দুর্দশার কথা, ২৯সে ডিসেম্বর বিভিন্ন গনমাধ্যমে উঠে আসলে বিষয়টি নজরে আসে সচেতন মহলের। ফের উদ্দ্যেগ নেয় সাবেক এই মেম্বার, বাধাবিগ্ন উপেক্ষা করে শুরু করেন নতুন করে প্রায় চারশত মিটার নতুন ড্রেনেজ ব্যাবস্থা ও পুরাতন ড্রেনের সংস্কারের কাজ।

 

এ বিষয়ে স্থানিয় যুবলিগ নেতা আশরাফুল বলেন আমাদের সাবেক মেম্বার আব্দুল মালেক মন্ডল (মালু মেম্বার) আমাদের জন্য বিগত দিনগুলোতে, এধরনের পানি বন্দি থেকে উদ্ধারে নিজ খরচে পানি সেচ দিয়ে আমাদের সহযোগীতা করেছেন। এখন তিনি নিজ উদ্দ্যোগে এর স্থায়ী সমাধানে কাজ শুরু করেছেন। যা আমাদের খুবই উপকৃত করবে। আমরা আব্দুল মালেক মেম্বারের এধরনের পদক্ষেপকে সাধুবাদ জানাই।

 

অপর এক ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন সাবেক মেম্বার আব্দুল মালেক মন্ডল (মালু) মেম্বার তার নিজ খরচে আমাদের জন্য যে কাজ করে যাচ্ছেন, এতে আমরা তার প্রতি কৃতজ্ঞ। তার দীর্ঘায়ূ কামনা করছি। এখন আমরা খুব ধ্রুতই এই অসহায় অবস্থা থেকে মুক্তি পাবো বলে আশা করছি। আমরা যে কোন সমম্যায় তার কাছে গেলে সবসময় তাকে আমাদের পাশে পাই, আশা করছি তিনি সবসময় এভাবে আমাদের পাশে থাকবেন।

জনপ্রতিনিধি এই সাবেক মেম্বার আব্দুল মালেক মন্ডল (মালু মেম্বার) জানান, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের জনগনকে সেবা করার যে দিকনির্দেশনা রয়েছে। তা অনুসরন করে আমি আমার ৬নং ওয়ার্ডের সকল জনগনের পাশে থেকে সবসময় সেবা করার চেষ্টা আগেও করেছি এখনো করছি। সামনেও তাদের পাশে থাকবো। পানিবন্দির খবর পেয়ে আমি শুরুথেকেই সহযোগিতা করে আসছি। চলমান পানিবন্দি সমস্যার স্থায়ী সমাধানে যা যা করার প্রয়োজন তা আমি করে দিবো। নানা বাধা বিঘ্ন উপেক্ষা করে বর্তমানে ড্রেনের ৯০সতাংশ কাজ প্রায় শেষ করেছি, বাকি কাজ আশা করি খুব দ্রুত শেষ হবে।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap